এবার সিকিমেও খোঁজ মিলল করোনা আক্রান্তের
নিউজ অনলাইন: এবার সিকিমেও খোঁজ মিলল প্রথম করোনা আক্রান্তের। গত ১৭ই মে সিকিমের এক বাসিন্দা(২৫) দিল্লি থেকে শিলিগুড়ি আসেন। এরপর সিকিম সরকারের বাসে করে সেখান থেকে তিনি দক্ষিণ সিকিমেে এলাকায় পৌছন। সেখানে তার প্রাথমিক মেডিকেল টেস্ট হওয়ার পরে তাকে কোরাইন্টাইন সেন্টারে রাখা হয়। কিন্তু গত ২১শে মে তার জ্বর আসায় তার করোনা রিপোর্ট করতে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই রিপোর্ট আজ বিকেলে পজিটিভ আসে। এমনটাই জানিয়েছেন সিকিমের স্বাস্থ্যসচিব পি টি ভুটিয়া। বর্তমানে সেই ব্যক্তি সিকিমের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রসঙ্গত সারা ভারতের মধ্যে এতদিন সিকিম একমাত্র রাজ্য ছিল, যেখানে একটিও করোনা আক্রান্তের খোঁজ এতদিন পাওয়া যায়নি। কিন্তু আজকের এই রিপোর্ট আসার পরে সত্যিই চিন্তার ভাঁজ পড়েছে সব মহলে।
তথ্য সূত্র : সামিট টাইমস
No comments