Recent comments

ads header

Breaking News

বিদ্যুতের দাবিতে বারাসাতে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয়রা

সৌভিক সরকার, নিউজ অনলাইন: বিদ্যুতের দাবি ও বিদ্যুৎকর্মীদের দুর্নীতি ছেড়ে সঠিক কাজের দাবিতে বারাসাত জুড়ে অবরোধ। তিনদিন বিদ্যুৎ নেই বারাসাতের বিস্তীর্ণ অঞ্চলে। সুপার সাইক্লোন আমফান জনিত কারণে নেমে এসেছে বিপর্যয়। আর এই সময় বিদ্যুৎকর্মীদের ভূমিকা ও গড়িমসি নিয়ে উত্তর চব্বিশ পরগনা শহর জুড়ে বাড়ছে ক্ষোভ বিক্ষোভ। শনিবার বারাসাত জুড়ে অবরোধ। 

ঝড় শুরু হতেই বন্ধ করে দেওয়া বিদ্যুৎ সংযোগ। তারপরে ঝড় হতেই গাছ পড়েছে ও বিদ্যুৎ এর পোল উপড়ে পড়েছে অনেক স্থানে। কিন্তু অভিযোগ উঠছে বিদ্যুৎ কর্মীরা যুদ্ধকালীন তৎপরতা নিয়ে কাজ করছেন না। অনেক জায়গায় পরিদর্শন করে দেখেন নি। কেবলমাত্র কিছু কিছু মানুষের কাছে ব্যক্তিগত ভাবে টাকা নিয়ে ইলেকট্রিক লাইন সারিয়ে আসছেন। ফলে কিছু প্রভাবশালী ও বিত্তশালী দের এলাকায় কাজ হচ্ছে। কিছু জায়গায় বিদ্যুৎ এসেছে। গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুৎ আসে নি। বিপজ্জনক ভাবে বিদ্যুৎয়ের খুঁটি পড়ে রয়েছে। বিদ্যুৎ কর্মী রা টাকা নিয়ে কিছু কিছু  কাজ নিজেদের পকেট ভরাতে  করছেন। আর বিস্তীর্ণ অঞ্চল থেকে যাচ্ছে বিদ্যুৎসংযোগহীন। চলছে এভাবেই। এরকমই একগুচ্ছ অভিযোগ তুলে  বারাসাত বিদ্যৎ দপ্তর,  ফায়ার ব্রিগেড  সংলগ্ন এলাকা সহ বিভিন্ন এলাকায় হল অবরোধ।  বিদ্যুৎয়ের দাবী ও দুর্নীতি ছেড়ে সঠিক মেরামতি কার্যের দাবীতে চলল অবরোধ।  34 নম্বর জাতীয়  সড়কের উপর রবীন্দ্রপল্লী এলাকার মানুষরা রাস্তায় অবরোধ করে। দীর্ঘ সময় চলে অবরোধ।

No comments