ফের করোনা আক্রান্তের হদিস বর্ধমান শহরে
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আবারও করোনা আক্রান্তের হদিস বর্ধমান শহরে। এবার আক্রান্ত এক দেড় বছরের শিশু। বাড়ি পূর্ব বর্ধমানের উদয়পল্লী এলাকায়।
ইতিমধ্যেই উদয়পল্লী এলাকায় আক্রান্ত ঐ শিশুটির বাড়ির এলাকা সিল করে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষিত করা হয়েছে।
পাশাপাশি আক্রান্ত শিশু সহ তার বাবা ও মায়ের সংস্পর্শে করা এসেছিলো তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে পূর্ব বর্ধমান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায় ঐ শিশুটির সাথে তার মা ও বাবার করোনা পরীক্ষা হয়েছিল গত রবিবার। ৫দিন পড়ে অর্থাৎ গতকাল দুপুরে আসা রিপোর্ট মারফত জানা যায় শিশুটি করোনায় আক্রান্ত। আক্রান্ত শিশুটিকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments