পানীয় জল ও বিদ্যুৎ না থাকায় কাঁথি-মেছেদা জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয়রা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
আমফানের প্রভাবে লন্ডভন্ড পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহর।আর তার জেরে পানীয় জল ও ইলেকট্রিক না থাকায় শনিবার কাঁথি-মেচেদা জাতীয় সড়কে কাঠের গুঁড়ি ফেলে পথ অবরোধ করল এলাকাবাসীরা।জানা গিয়েছে,আমফান ঘূর্ণিঝড়ের পর থেকে এলাকায় বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে তিন দিন ধরে।আর তার ফলে এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট ও ইলেকট্রিক পরিষেবা।তাই ইলেকট্রিক পরিষেবা ও পানীয় জল সচল করতে এদিন এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে।এই ঘটনার পর কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের বুঝিয়ে অবরোধ তোলে।পাশাপাশি যানচলাচল স্বাভাবিক করে।
No comments