Recent comments

ads header

Breaking News

আমফানের ফলে ক্ষয়ক্ষতির হিসেব করতে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক পরিদর্শনে এলেন প্রশাসনিক কর্তারা

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের গোটা আঝাপুর অঞ্চল পরিদর্শন করলেন প্রশাসনের কর্তা ব্যাক্তিরা। 
উমফুনের তান্ডবের জেরে ক্ষতির তালিকা থেকে বাদ যায়নি দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমানও। উমফুনের প্রভাবে ঝড়ের সাথে সাথে বৃষ্টিপাত চলতে থাকে সমান তালে। যার ফলস্বরূপ ভেঙে পরে জামালপুর ব্লকের কিছু গাছ এবং ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাড়িরও। কোনো কোনো বাড়ির মাটির দেওয়াল ভেঙে যায় আবার কোনো বাড়ির টিনের চাল উড়ে পরে অন্য কোনো স্থানে। 
আজ সকালে সেইসব ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে বেরোন জামালপুর ব্লক প্রশাসন। একটি করে ত্রিপল বিতরণ এর পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে যুদ্ধকালীন ভিত্তিতে পরিস্থিতি সামলে নেওয়ার আশ্বাস দেন জামালপুর প্রশাসন। 
পরিদর্শনে ছিলেন জামালপুর এর বি ডি ও শুভঙ্কর মজুমদার, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির পূর্ত  কর্মদক্ষ ভূতনাথ মালিক সহ অন্যান্যরা।  

No comments