Recent comments

ads header

Breaking News

ঘূর্ণিঝড় আমফানের কারণে পূর্ব মেদিনীপুরে গাছ পড়ে মৃত ৬

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: 
আমফান সুপার সাইক্লোনের জেরে  গাছ পড়ে পূর্ব মেদিনীপুরে এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর  খবর পাওয়া গেছে । আহত কমপক্ষে ১০ জন ।সৈকত শহর দিঘা থেকে পুর্ব মেদিনীপুর জেলার প্রবেশ দ্বার কোলাঘাট সর্বত্র 
 গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ একাধিক রাস্তা । যান চলাচল বন্ধ রয়েছে রাজ্য সড়কেও ।
সাইক্লোন চলাকালীন  বুধবার সন্ধায়্র দিকে ভগবানপুরের মুগবেড়িয়া গ্রামের বাসিন্দা ছবি সিটের বাড়ির উপর গাছ ভেঙে পড়ে । তাতেই মৃত্যু হয় তাঁর । আহত হন তাঁর ছেলেও । বর্তমানে তিনি স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন । 
এছাড়াও হলদিয়ার সুতাহাটার মহম্মদপুর গ্রামে টালির চালে গাছ পড়ে মৃত্যু হয়েছে দুই ভাইয়ের ।মৃতদের নাম রঞ্জিত সিং(১৮) ও প্রসেনজিৎ সিং(১৬) । এছাড়াও, হলদিয়ার হপ্ল-এর কাছে একজনের মৃত্যু হয়েছে । পাশাপাশি দেউলপোতায় একজন ও রামনগর ২ নম্বর ব্লকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।

No comments