Recent comments

ads header

Breaking News

হেলিকপ্টারে করে আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন মোদি ও মমতা


সৌভিক সরকার, নিউজ অনলাইন: আমফান ঘূর্ণিঝড়ের ফলে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ন এলাকা হেলিকপ্টার করে নিজের চোখে ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১০ টা নাগাদ এয়ার ফোর্সের বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন মোদি। মোদিকে স্বাগত করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধানকর, রাহুল সিনহা, মুকুল রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এদিন কলকাতা বিমান বন্দর থেকে এয়ার ফোর্সের বিশেষ হেলিকপ্টার করে বসিরহাটের উদ্দেশ্যে রওনা দেন মোদি, মমতা ও রাজ্যপাল। তারা সবাই একসাথে হেলিকপ্টার থেকে ঝরে বিধ্বস্থ এলাকা পরিদর্শন করেন। এরপরে হেলিকপ্টার করেই বসিরহাট কলেজমাঠে এসে নামেন। এবং সকলে মিলে কিভাবে বিপর্যয় মোকাবিলা করা যায় সেই বিষয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন। বৈঠক শেষে মোদি জানান, " ভারত সরকার সর্বতো ভাবে রাজ্যের এই বিপদের পাশে আছে।কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১০০০ কোটি টাকার রিলিফ প্যাকেজ ঘোষণা করা হল। রাজ্য  এবং কেন্দ্র উভয়ই একসাথে সমন্বয় রেখে এর মোকাবিলা করবে। এছাড়াও করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ভূয়সী প্রশংসা করেন মোদি।

No comments