ঘূর্ণিঝড় আমফানের কারণে মৃতের পরিবার পিছু ২.৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিউজ অনলাইন: ঘূর্ণিঝড় আমফানের ফলে প্রচুর ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গে। এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়ের ফলে রাজ্য জুড়ে প্রায় ৭২ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবার পিছু ২ থেকে ২.৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করলেন। এর পাশাপাশি প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যে এসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। এখনো পর্যন্ত প্রায় ৫ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে সঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে আমফন ঝড়ের ফলে, সেটা হিসেব করতে আরও বেশ কয়েকদিন লাগবে।
No comments