কোলাঘাট ব্লকের বিজেপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ কোলাঘাট ব্লকের বিজেপির উদ্যোগে কোলাঘাট মন্ডল ৪ এর বাথানবেড়িয়া গ্রামে এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে ত্রানসাহায্য তুলে দিলো।এদিন এলাকার ২৫০ জন মানুষের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী।এদিনে ত্রানসাহয্য তুলে দেন বিজেপি নেতা দেবব্রত পট্টনায়েক,সেক সাদ্দাম হোসেন,প্রকাশ মান্না সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।
No comments