পরিযায়ী শ্রমিকদের দ্রুত ঘরে ফেরানোর দাবিতে ডেপুটেশন জমা দিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে ফিরিয়ে আনা, কর্মহীন শ্রমিকদের অনুদান, পর্যাপ্ত খাবারের ব্যবস্থা ও শ্রমিকদের কর্মসংস্থানের দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের অবস্থান ও ডেপুটেশন বালুরঘাটে।
এদিন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে সামাজিক দূরত্ব মেনে INTUC, CITU, UTUC, TUCC কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গতভাবে কংগ্রেস এবং বিভিন্ন বাম দলের শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকরা অবস্থান করেন।
বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ এর দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক শিশির দে জানান, জেলায় প্রায় 40 হাজার পরিযায়ী শ্রমিক রয়েছে। তাদের শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরিয়ে আনা, সাড়ে সাত হাজার টাকা করে অনুদানের ব্যবস্থা,খাবারের ব্যবস্থা, কর্মসংস্থানের দাবিতে এদিন জেলাশাসকের দপ্তরে দাবি পত্র জমা দেওয়া হয়।
No comments