কেরল থেকে বর্ধমান হয়ে বিহার এসে পৌঁছল শ্রমিক স্পেশাল ট্রেন
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা কয়েকটি ট্রেন ইতিমধ্যেই প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে। বাইরের রাজ্য থেকে যে সমস্ত শ্রমিকরা ফিরে এসেছে তাদের সকলের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ১৪ দিন হোম কোয়ারানটাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই রাজ্যে প্রথম পর্যায়ে ফেরানো হয়েছিল রাজস্থান এর কোটার স্কুল পড়ুয়াদের। পরে ধাপে ধাপে ফিরছে বাইরের রাজ্যে আটকে পরা বহু শ্রমিক। এবার ভিন রাজ্য থেকে শ্রমিকদের নিয়ে আসা একটি ট্রেন কেরল থেকে হাওড়া হয়ে বিহার যাবার পথে রওনা হওয়ার সময় বর্ধমান স্টেশন এ দাঁড়াতে দেখা যায় স্নেহযাত্রা নামের শ্রমিক স্পেশাল ট্রেন টিকে।
No comments