ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফেরানোর আর্জি জানালো পূর্ব মেদিনীপুরের বহু নার্সিং ছাত্র ছাত্রী
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া,কাঁথি সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে নার্সিং পড়তে গিয়ে লকডাউনের কারনে কারনে আটকে পড়ে রয়েছে জেলার প্রায় ৭০ জন ছাত্রছাত্রী।ছাত্রছাত্রীরা একটি ভিডিওবার্তার মাধ্যমে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তরুন ভট্টাচার্যের কাছে পাঠায় ছাত্রছাত্রীরা। তারা জানায় ব্যাঙ্গালুরুতে রাজীব গান্ধী ইউনিভার্সিটির অন্তর্গত ধ্বন্বন্তরী নার্সিং কলেজে জেলার ৭০ জন লকডাউনের কারনে আটকে পড়ে রয়েছে।তবে ঐ কলেজে প্রায় ছাত্রছাত্রীমিলে প্রায় ১৫০ জন এই মুহুর্তে রয়েছে।চরম কষ্টে তারা দিনযাপন করছে।তারা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর এবং মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের রাজ্যে ফেরার ব্যপারে যেন সহায়তা করেন, এমনই ভিডিও বার্তাটি পাঠায় ছাত্রছাত্রীরা।দুটি ভিডিওবার্তা তরুন বাবু পাওয়ার পরই প্রশাসনের কাছে বার্তাটি পাঠিয়েছেন বলে জানান। সবমিলিয়ে রীতিমতোই চরম উৎকন্ঠায় দিনকাটাচ্ছেন ছাত্রছাত্রীদের পরিবার এবং ছাত্রছাত্রীরাও।
No comments