পূর্ব বর্ধমানের রায়নায় ব্যাক্তিগত উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমানের রায়ান গ্রামে একটি ট্যুরএন্ড ট্রাভেলস কোম্পানির পক্ষ থেকে 600 জন দুস্থ পরিবারকে চাল, ডাল ,পিয়াঁজ, আলু ,সোয়াবিন প্রভৃতি বিলি করা হয়।উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ মালিক, বিশিষ্ট সমাজসেবী ও ব্লক তৃণমূল কংগ্রেস সভানেত্রী কাকলি তা ,পূর্ত কর্মাধ্যক্ষ ব্লক তৃণমূল যুব সভাপতি মানস ভট্টাচার্য্য, তৃণমূল কংগ্রেস সাপোটার্স সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে সুখেন্দু কোনার, যুবনেতা গুড্ডু সাউ ,অজিত বিশ্বকর্মা, চঞ্চল মালিক ও
প্রমুখ নেতৃবৃন্দ। ট্রাভেলস কোম্পানির পক্ষ থেকে বিট্টু হাটি জানান আগামী দিনে তারা এরকম অসহায় দুঃস্থ পরিবারের পাশে থাকবেন। বিধায়ক নিশীথ কুমার মালিক এই ট্রাভেলস কোম্পানি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
No comments