লকডাউন তো কি হয়েছে, মাস্ক পড়েই সাতপাকে বাঁধা পরল নব দম্পতি
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
উত্তর ২৪ পরগনার বাগদা থানা হেলেঞ্চা মন্ডব ঘাটার গৌরাঙ্গ মন্ডল এর মেয়ের সঙ্গে ৬ মাস আগে বিয়ে ঠিক হয়েছিল নদিয়া হাঁসখালি থানার রুপদা গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক সুরজিৎ বালার সঙ্গে। তাঁদের বিয়ের দিন ঠিক হয় ৪ ঠা মে।
সুপর্ণার বাবা গৌরাঙ্গ মন্ডল রাজমিস্ত্রির কাজ করেন তেলেঙ্গানাতে। লোকজনের জন্য তিনিও আটকে আছেন সেখানে। কিন্তু মেয়ের বিয়ের দিন যে ঠিক। অগত্যা দুই বরযাত্রী নিয়ে সোমবার মোটর বাইকে করে ৩০ কিলোমিটার বাইক চালিয়ে শ্বশুরবাড়িতে বিয়ে করতে এসে পৌছালো জামাই। সামাজিক দূরত্ব রেখে শুরু হলো বিয়ে। যে বিয়ের মন্ডপ এর পাশে নেই কেউ। পরিবারের দুই একজন ও পুরোহিতের মন্ত্রে সম্পূর্ণ হলো বিয়ে। বিয়ে সম্পন্ন হতেই বউ নিয়ে বাইকে করে রওনা দিলো জামাই সুরজিৎ।
No comments