Recent comments

ads header

Breaking News

ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষতি ও সমস্যায় জেরবার দক্ষিণ দিনাজপুর জেলাবাসী

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: 
শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি একাধিক সমস্যায় জেরবার হলেন সাধারণ মানুষ।
দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহাশী ব্লকের ব্রজবল্লভপুর, গাংগুরিয়া, এলাহাবাদ, মহাবাড়ী অঞ্চলের একাধিক এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতির মুখে ইরি ধান চাষ।
ঝড়ের প্রভাবে ধানের জমিতে জল জমে গিয়ে সদ্য পাকা ধান জমিতেই শুয়ে পড়েছে। হতাশ চাষীদের মুখে মুখে এখন একটাই কথা "পাকা ধানে মই দিল আমফান"।
পাশাপাশি আমফান ঝড়ের পর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলার বিভিন্ন ব্লকের একাধিক এলাকা বাসিন্দাদের অভিযোগ বারবার স্থানীয়  বিদ্যুৎ অফিসে ফোন করেও মিলছে না সুরাহা। এদিকে বহু সময় ধরে বিদ্যুৎ সংযোগ না থাকার ফলে চরম সমস্যায় জেরবার হচ্ছেন সাধারণ মানুষজন।
পাশাপাশি এইদিন, ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত বংশীহারী ব্লকের মহাবাড়ি অঞ্চলের একাধিক এলাকা পরিদর্শন করেন বংশীহারীর বিডিও সুদেষ্ণা পাল, ও মহাবাড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেস প্রধান সুরজিৎ ঘোষ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে সরকারি ত্রিপল তুলে দিয়ে বিডিও সুদেষ্ণা পাল ভবিষ্যতে সবরকম সরকারি সাহায্যের আশ্বাস দেন ।

No comments