ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষতি ও সমস্যায় জেরবার পূর্ব বর্ধমান জেলাবাসী
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন:
শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার রায়না ১নং ব্লক জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি একাধিক সমস্যায় জেরবার হলেন সাধারণ মানুষ।
অঞ্চলের একাধিক এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতির মুখে বোরো ধান এবং তিল চাষ।
ঝড়ের প্রভাবে ধানের জমিতে জল জমে গিয়ে সদ্য পাকা ধান জমিতেই শুয়ে পড়েছে। হতাশ চাষীদের মুখে মুখে এখন একটাই কথা "পাকা ধানে মই দিল আমফান"।
পাশাপাশি আমফান ঝড়ের পর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলার বিভিন্ন ব্লকের একাধিক এলাকা।
No comments