INTERNATIONAL

হেরে গিয়েও বিপদের দিনে মানুষের পাশে দাঁড়িয়েছেন কান্তি গাঙ্গুলি

নিউজ অনলাইন: হেরে গিয়েও কিভাবে মানুষের পাশে থেকে তাদের বিপদের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয়, সেটা বোধ হয় বাম নেতা তথা প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী কান্তি গাঙ্গুলির থেকে শেখা উচিত। সুন্দরবন এলাকায় ঘূর্ণিঝড় আমফানের পরবর্তী সময়ে একবারের জন্য দেখা মিলল না এলাকার বিধায়ক দেবশ্রী রায় এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরার।
প্রত্যেকবার সুন্দরবন অঞ্চলের যে কোনো বিপদ এই ৭৭ বছরের বৃদ্ধ কান্তি গাঙ্গুলিই মানুষের পাশে এসে দাঁড়ান। এবারও তার ব্যতিক্রম হলোনা। সুপার সাইক্লোন আমফানের ফলে যখন প্রায় সম্পূর্ন ধ্বংস হয়ে গেছে সুন্দরবন এলাকা। মানুষের মাথার নীচে ছাদ, খাবার কিছু নেই। তখন এই কান্তি গাঙ্গুলিই নিজের সাধ্য মতো একেবারে মাঠে নেমে যাকে বলে গ্রাউন্ড জিরো লেভেলে পৌঁছে গিয়ে বিপদগ্রস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তিনি তো হাতের তালুর মতো চেনেন এই এলাকাকে। এখানকার মানুষও বোধ হয় যে কোনো বিপদে এতটুকু মুছড়ে পড়েনা, কারণ তারা জানেন আর কেউ না থাকুক তাদের পাশে এই কান্তি বুড়ো আছেন।
Share on Google Plus

About NEWS ONLINE

0 coment rios:

Post a Comment