INTERNATIONAL

আমফানে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ালেন জামালপুর ব্লকের জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: বুধবার সন্ধ্যে থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ঝড় ও বৃষ্টির তান্ডবে পূর্ব বর্ধমান ব্যাপক ক্ষতির মুখে পরে। এখনো পর্যন্ত প্রায় ৩৩হাজার হেক্টর এলাকায় ফসলের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানা যায়। এছাড়াও বেশ কিছু বাড়ি এবং গাছ ভেঙে পরে। 
এমত অবস্থায় এলাকা বাসির পাশে দাঁড়ালেন পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান। এদিন তিনি জামালপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ১৩ টি অঞ্চলের প্রায় ২০০০ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন। আম্ফানের রোষে পরে সর্বহারা এবং করোনার জেরে কর্মহীন হয়ে পড়া জনসাধারণ এইরূপ অবস্থায় মেহমুদ খানকে পাশে পেয়ে খুশি। খাদ্য সামগ্রী বন্টন এ উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান,পঞ্চায়েত সমিতির  পূর্ত কর্মদক্ষ ভূতনাথ মালিক, বিশিষ্ট সমাজ সেবী ডাক্তার প্রতাপ রক্ষিত, শেখ মবিন, গৌরসুন্দর মন্ডল, মৃদুল মন্ডল সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।  
Share on Google Plus

About NEWS ONLINE

0 coment rios:

Post a Comment