ঈদ উপলক্ষে মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন পলেমপুরের সমাজসেবক শেখ আজিমুদ্দিন
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: চলছে রমজান মাস, আর মাত্র কটা দিন পরেই আসছে খুশির ঈদ।
তারই মাঝে চলছে লকডাউন। যার ফলে বন্ধ ব্যবসা- বাণিজ্য, কাজ কারবার। কিভাবে মানাবে খুশির ঈদ? দুর্দিনে থাকা অসহায় মানুষেরা!
এবার তাদের কথা ভেবেই আরো একবার এগিয়ে এলেন পূর্ব বর্ধমান এর পলেমপুরের বাসি সমাজ সেবক শেখ আজিমুদ্দিন।
আজ তিনি পূর্ব বর্ধমানের উদয়কৃষ্ণপুরে মুসলিম সম্প্রদায় ভুক্ত দুঃস্থ মানুষদের ঈদের খাদ্য সামগ্রী এবং একটি করে শাড়ি বা ধুতি তুলে দিলেন।
অপরদিকে কিছু হিন্দু সম্প্রদায় ভুক্ত অসহায় মানুষদের উদ্দেশ্যে দিলেন খাদ্য সামগ্রী সাথে একটি করে শাড়ি বা ধুতি।
No comments