বীজপুরের বিভিন্ন জায়গায় ত্রিপল ও পানীয় জলের ব্যাবস্থা করলেন বিধায়ক শুভ্রাংশু রায়
সৌভিক সরকার, নিউজ অনলাইন: আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পশ্চিমবঙ্গের একাধিক জায়গা। এর প্রকোপ থেকে বাদ যায়নি উত্তর ২৪ পরগনার বীজপুর বিধানসভা এলাকাও। ঝড়ের প্রভাবে প্রচুর মানুষের ঘর ভেঙে গেছে। রাস্তার উপর পড়ে আছে গাছ, লাইট পোস্ট। এরফলে এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রায় বিচ্ছিন্ন। যার ফলে পানীয় জল সরবরাহ পর্যন্ত হচ্ছেনা। এই বিপদ সামলে উঠতে আরও বেশ কিছুদিন লাগবে।
মানুষের এই বিপদের দিনে বীজপুর বিধানসভার বিধায়ক শুভ্রাংশু রায় এগিয়ে এলেন। তার উদ্যোগে এলাকার বিভিন্ন জায়গায় বিপদগ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়া হল ত্রিপল। নিজের উদ্যোগে ব্যাবস্থা করা হল পানীয় জলের। এই বিপদের দিনে তাদের বিধায়ককে পাশে পেয়ে খুশি এলাকাবাসী।
No comments