Recent comments

ads header

Breaking News

উড়িষ্যা ডিজাস্টার ৱ্যাপিড ফোর্স গাছ সরানোর কাজ শুরু করল বাগদায়

সৌভিক সরকার, নিউজ অনলাইন: 
আমফান ঝড়ের পরে কেটেছে পাঁচদিন এখনো বাগদা ব্লক বিদ্যুৎহীন বিভিন্ন জায়গায় বিদ্যুতের তারের উপরে পড়ে রয়েছে গাছ l সোমবার রাতে উড়ষ্যা সরকারের ২৫ জনের ডিজাস্টার ৱ্যাপিড ফোর্স টিম পৌঁছায় বাগদায় l মঙ্গলবার সকাল থেকে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় বিদ্যুতের হাইটেনশন তারের উপরে পড়ে থাকা ভেঙেপড়া গাছ সরানোর কাজ শুরু করে তারা l 

 বাগদার বিডিও জ্যোতিপ্রকাশ হালদার জানালেন ২৫ জনের উড়িষ্যা ডিজাস্টার ৱ্যাপিড ফোর্সের তিনটি দুটি ভাগে কাজ করছে l

No comments