Recent comments

ads header

বিরল আকৃতির বাছুরের জন্মকে কেন্দ্র করে চাঞ্চল্য বংশীহারি ব্লকের শেরপুরে

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: একটি বিরল আকৃতির বাছুরের জন্মকে কেন্দ্র করে চাঞ্চল্য শেরপুরে
একটি বিরল আকৃতির বাছুরের জন্ম কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের শেরপুর এলাকায়।
জানা যায় জন্ম হওয়া বাছুরটি তিনটি চোখ, চারটি মুখ গহ্বর , দুটি জিহ্বা ও চারটি নাসারন্ধ বিশিষ্ট ।
সোমবার, রাত্রে শেরপুর এলাকার বাসিন্দা প্রহ্লাদ পালের বাড়িতে বিরল আকৃতি'র বাছুরটি জন্ম নেয়। বিরল আকৃতির বাছুর জন্ম নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হই চই পড়ে যায়। মঙ্গলবার সকাল থেকে জন্ম হওয়া বিরল আকৃতির বাছুরটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে শত শত উৎসুক জনতা ছুটে আসে প্রহ্লাদ সরকারের বাড়িতে। এলাকাবাসীরা জানান, অঙ্গ প্রত্যঙ্গ গুলি স্বাভাবিক আকারের না হওয়ার ফলে জন্মের পর থেকেই মাথা উচু করে দাঁড়াতে এবং দুধ পান করতে পারছেনা বাছুরটি ।
এই বিরল আকৃতির বাছুরটির জন্মের পেছনে এলাকার কিছু কিছু ধর্মপ্রাণ মানুষ ঐশ্বরিক কারন   কে দায়ী করেছেন , যদিও
চিকিৎসা শাস্ত্র মতে সাধারনত জেনেটিক্যাল সমস্যার কারনে এই ধরনের বাছুরের জন্ম হয়ে থাকে। বৈজ্ঞানিক ভাষায় একে (Congenital Malformation) বলে।

No comments