হাবড়ায় গোডাউন ভাড়া নিয়ে রেশনের চাল বেআইনি ভাবে মজুদ রাখার অভিযোগে গ্রেফতার ২
সৌভিক সরকার, নিউজ অনলাইন: রেশনের চাল গোডাউন ভাড়া নিয়ে বেআইনি ভাবে মজুত করার অভিযোগে উত্তর চব্বিশ পরগনার হাবরা থানায় গ্রেপ্তার ২ জন।রাজ্যের খাদ্য মন্ত্রীর বিধানসভা এলাকার জয়গাছিতে হাবরা থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান বস্তা বস্তা চাল উদ্ধার করে l ভাড়া দেওয়া গোডাউন মালিক মুদি দোকানদার চানু দে ও ভাড়া নেওয়া অরুপ বোস নামে দুজনকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। অরূপ বাবু কেনো গোডাউন ভাড়া নিয়েছিলেন এবং কোন রেশন ডিলারের মাল মজুত রাখতেন ও এর পেছনে আর কার কার কারসাজি রয়েছে তার পূর্ন তদন্ত করছে হাবড়া থানার পুলিশ l এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে l পুলিশ প্রায় দেড়শো বস্তা চাল এবং প্রায় ৩০ বস্তা আটা উদ্ধার করেছে l
No comments