বিদ্যুতের বিল মুকুবের দাবিতে বালুরঘাটে অবস্থান বিক্ষোভ বিজেপির
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: কোরোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। আজ ৫০ দিনে পড়ল লকডাউন। খেটে খাওয়া মানুষদের পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে। এমত অবস্থায় তারা বিদ্যুৎ বিল বহন করবে কি করে। তাই পশ্চিমবঙ্গে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে ফের আন্দোলনে নামল বিজেপি। বুধবার দুপুরে বালুরঘাট বিদ্যুৎ দফতরের সামনে তিন মাসের বিল মুকুবের দাবিতে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়াও ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ, সাধারণ সম্পাদক বাপি সরকার, বিজেপির রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জন রায় সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। এদিন বালুরঘাটের পাশাপাশি জেলার অন্যান্য ব্লক্র বিদ্যুৎ দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি।
No comments