মানসিক ভারসাম্যহীন মায়ের হাতে শিশুকন্যা খুন ?
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: মানসিক ভারসাম্যহীন মায়ের হাতে শিশুকন্যা খুন ? চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর এর ভগবানপুর থানার যদুপুর এলাকায়। প্রাথমিক ভাবে জানা গেছে এলাকার এক গৃহবধূ মিতালী মৃধা স্বামীর সাথে সম্পর্ক টানাপোড়েন এই কারনে বাপের বাড়িতে থাকতেন। আজ সকালে মিতালির অবভাব দেখে সন্দেহ হয় এলাকার মানুষের। গ্রামবাসী রা ঘর থেকে মিতালীর মেয়ে দুর্বি মৃৃধার দেহ উদ্ধার করে। বাচ্চা টির বয়স ৮ বছর। সবাই মিলে কারন জানতে চাইলে মিতালী জানান সে নিজেই শিশুকন্যাকে খুন করেছে। খবর যায় ভগবানপুর থানার। পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর ওই মা কে আটক করা হয়েছে। মেয়েটির দেহ ময়নাতদন্তের পর কিভাবে মৃত্যু পরিষ্কার হবে। মেয়েটির মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় উনি নিজে খুন করেছেন নাকি অন্য কোনো কারণ এখন এখনই বোঝা সম্ভব নয়।
No comments