সুন্দরবনে করোনা পজিটিভ প্রৌঢ় কলকাতা মেডিকেল কলেজে ভর্তি, স্ত্রী ছেলে-মেয়ে সহ ১৫ জন হোম কোয়ারেন্টিনে, বাড়ি সিল
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি ২নং ব্লকের জেলেখালি গ্রাম পঞ্চায়েতের ভাঙাতুষখালী গ্রামের মাঝেরপাড়া ঘটনা। বছর ৪৫ এর প্রৌঢ় শাহিদ সরদারের করোনা পজিটিভ উপসর্গ পাওয়া গিয়েছে। দীর্ঘদিনের অর্শ রোগ আক্রান্ত ছিলেন তিনি। ১৫দিন আগে ঘটকপুকুরের একটি বেসরকারি নার্সিংহোমে তার অর্শ অপারেশন হয়। কিন্তু অপারেশন সাকসেসফুল না হওয়ায় রক্তক্ষরণ হচ্ছিল। তারপর বেশ কদিন কলকাতার বিভিন্ন হাসপাতালে ঘুরছিলেন। অবশেষে কলকাতার মেডিকেল কলেজে ভর্তি হলে সেখানে তার শরীরে রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া যায়।এই ঘটনা চাউর হতেই ভাঙাতুষখালী এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ইতিমধ্যে সন্দেশখালি থানার পুলিশ আধিকারিক সিদ্ধার্থ ঘোষের নেতৃত্বে পুলিশ গিয়ে তার বাড়িটিকে সিল করে দিয়েছে। ওই এলাকায় ব্যারিকেড করা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজ করে দেওয়া হয়। তার স্ত্রী ও ছেলে, মেয়ে ও প্রতিবেশী সহ ১৫ জনকে বসিরহাট জেলা হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষা করার পর ১৪ দিনের হোম কোয়ারেন্টিন থাকার নির্দেশ দেয় স্বাস্থ্য আধিকারিকরা।
No comments