ডাব পাড়া নিয়ে বাবা মায়ের মধ্যে গন্ডগোল, অভিমানে আত্মঘাতী যুবক
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
বাড়ির গাছে ডাব পাড়া নিয়ে বাবা মায়ের সঙ্গে গন্ডগোল, অভিমানে ডাব কাটা দাঁয়ের আঘাতে আত্মঘাতী বছর ২৭ এর যুবক সাদ্দাম হোসেন মোল্লা। ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া। শুক্রবার দিপুরে ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার দক্ষিণ ভেবিয়া গ্রামে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে সাদ্দাম হোসেন শুক্রবার সকাল ১১টা নাগাদ বাড়ির নারকেল গাছে ডাব পাড়তে ওঠে। ডাব নিয়ে নিচে নামলে বাবা রিয়াজুল মোল্লা মা রুনু বিবিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। কেন গাছে উঠেছে ছেলে এই নিয়ে প্রথমে বাবা মায়ের মধ্যও বচসা শুরু হয়। পরে উভয়ই ছেলে সাদ্দামেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। সামান্য ডাব পাড়াকে কেন্দ্রকরে এত গন্ডগোল ও বাবা মায়ের গঞ্জনার কারণে অভিমানে মা-বাবার সামনে নিজের গলায় ডাব কাটার দা দিয়ে কোপ মেরে আত্মঘাতী হয় যুবক। ঘটনার পর চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে হাসনাবাদ থানার পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা তৈরি হয়েছে। শুধুই গাছে ওঠার কারণেই আত্মঘাতী! নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
No comments