করোনা আক্রান্তের সন্ধান হৃদয়পুরে, এলাকা করা হল স্যানিটাইজ
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুরের বাসিন্দা ৫৮ বছর বয়সী এক এয়ারফোর্স কর্মীর করোনা পসিটিভ নিশ্চিত হতেই তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে এলাকা স্যানিটাইজ করা হল প্রশাসনের তরফে। হৃদয়পুর শান্তিশ্রীর বাসিন্দা আক্রান্ত ব্যক্তি প্রায় একমাস আগে কর্মস্থল থেকে ফিরলেও সম্প্রতি অসুস্থ ছিলেন। তাঁর শরীরে ভাইরাস থাবা বসিয়েছে খবর পেতেই নড়ে চড়ে বসে প্রশাসন। তাঁর ৪৯ বছর বয়সী স্ত্রী ও ১৪ বছরের পুত্রকে পাঠানো হয় বারাসাতের একটি কোয়ারেন্টাইন সেন্টারে। পাশাপাশি, বারাসাত পৌরসভার অন্তর্গত হৃদয়পুর শান্তিশ্রী এলাকা স্যানিটাইজ করে বাঁশ দিয়ে এলাকাকে ঘিরে দেওয়া হয়। প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এলাকাবাসীকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।।
No comments