রায়নার ফকিরপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ট্রাক্টর ড্রাইভারের
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আজ সাত সকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ট্রাক্টর চালকের। ঐ যুবকের নাম প্রবীর বলে জানা যায়। প্রবীর এর বাড়ি পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ এর মূলকাঠি গ্রামে। আজ সকালে রায়নার ফকিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর টি পাশের নয়নজুলি তে উল্টে যায়। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক্টর চালক প্রবীরের।
No comments