লকডাউনের মধ্যে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট ২ মে ; লকডাউনের মধ্যে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। আজ সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের বঙ্গী বটতলা এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম সমর দাস। মৃত ব্যক্তির বাড়ি বালুরঘাটের বঙ্গী বাদুরতলা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে সমর দাস নামের ঐ ব্যক্তি কয়েকদিন ধরে বঙ্গী বটতলা মন্দির সংলগ্ন এলাকায় থাকছিলেন। যদিও তার বাড়ি সেখানেই। কিন্তু কেন সে বাড়ি ছেড়ে স্থানিও মন্দিরে এসে থাকছিলেন সে নিয়ে এলাকার বাসিন্দারা সঠিক ভাবে কিছু জানাতে পারেনি। তবে এলাকায় গুঞ্জন লকডাউন চলায় তার বাড়িতে খাবার না থাকার কারন হলেও হতে পারে। স্থানিও এক বাসিন্দা বিশ্বনাথ বিশ্বাস অবশ্য জানিয়েছেন মৃত বৃদ্ধ জীবিত থাকাকালীন দুদিন আগে তার কাছ থেকে খাবার চেয়ে খেয়েছিলেন।
স্থানিওদের দাবি আজ সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। অপরদিকে মৃতদেহ পড়ে থাকার খবর শুনে ঘটনাস্থলে পৌছায় মৃত বৃদ্ধের আত্মীয় পরিজনরা ও বালুরঘাট থানার পুলিশ। যা র পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তাদের মর্গে নিয়ে যায়।পাশাপাশি পুলিশ এব্যাপারে তদন্ত জারি রেখেছে বলে জানিয়েছে।
No comments