রেশন বিতরণ ক্ষতিয়ে দেখলেন কৃষি উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন:
রাজ্যের পাঁচটি শ্রেণীর রেশন কার্ডের মাধ্যমে শুরু হলো রেশন বিতরণ এর কাজ। দিন কয়েক আগেই করোনা পরিস্থিতির অঙ্গ হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন আগামী ছয় মাস উপভোকতাদের
গণবন্টন ব্যবস্থার অধীনে বিনামূল্যে মালপত্র দেওয়া হবে। কৃষি কাজের সাথে জড়িত বহু সংখ্যক লোকেরই আয়ের পথ প্রায় বন্ধ। ফলে রেশন থেকে বিনা খরচে খাদ্য সামগ্রী পেলে অনেকেরই সুবিধা হয় বলে মনে করছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা।
পূর্ব বর্ধমান এর বিভিন্ন জায়গায় শুরু হলো দ্বিতীয় পর্যায়ের রেশন বিতরণ এর কাজ। রায়না দুই ব্লকের বেশ কিছু জায়গার রেশন দোকান ঘুরে দেখেন, মুখমন্ত্রী কৃষি উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার। খাদ্য দ্রব্যের গুণগত মান ও খতিয়ে দেখেন তিনি।
No comments