সালিশি সভায় ডেকে বিজেপি কর্মীদের মারধোরের অভিযোগ, পাল্টা অভিযোগ তৃণমূলের
সৌভিক সরকার, নিউজ অনলাইন: সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য সালিশি সভায় বিজেপি কর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ। ঘটনায় দু'পক্ষেই হাবড়া থানায়
লিখিত অভিযোগ দায়ের করে।
উত্তর 24 পরগনা জেলার হাবরা থানার কুমড়া পঞ্চায়েত তারক মন্ডল নামে এক বিজেপি কর্মীর সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট ঝামেলা শুরু হয় স্থানীয় তৃণমূল নেতা বাপি মজুমদার এর সঙ্গে এই নিয়েই শুক্রবার কুমড়া বাজারে এক রেশন ডিলারের দোকানের সামনে স্থানীয় রত্না বিশ্বাস ও বাপি মজুমদার নেতৃত্বে সমস্যা সমাধানে বসে।
বিজেপি কর্মীদের অভিযোগ তারক মন্ডল কে বাপি মজুমদার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে আটকে রাখে এরপর শুভাশিস বিশ্বাস নামে এক যুবককে তারক মন্ডল ফোন করে ডেকে পাঠায় শুভাশিস বিশ্বাস অরিন্দম বিশ্বাস ও চিরঞ্জিত সরকার উপস্থিত হয় ওই সভায়।
এরা এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত অরিন্দম বিশ্বাস সালিশি সভায় মোবাইলে ফটো তুলতে যায় তখনই বাপি মজুমদারের নেতৃত্বে মারধর করা হয় বলে অভিযোগ এরপর তিন জনকে মারধর শুরু হয় অরিন্দম বিশ্বাস চিরঞ্জিত সরকার গুরুতর আহত হয় হাবরা হসপিটালে ভর্তি করা হয়
এরপর হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপি কর্মীদের পক্ষ থেকে।
পাল্টা তৃণমূল কংগ্রেস হাবরা থানা লিখিত অভিযোগ দায়ের করে।
No comments