লকডাউনের মধ্যে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালো পূর্ব বর্ধমানের "হিয়ার মাঝে" সংস্থার মহিলা সদস্যারা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: যখন মহামারী আকার ধারণ করা নোভেল করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে দেশের মানুষ অকাতরে প্রাণ হারাচ্ছে, তখন এই ভয় কে উপেক্ষা করেই লকডাউন এর কারণে নিজগৃহে থাকা নিম্ন আয়ের অসহায় হতো দরিদ্র মানুষদের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে হিয়ার মাঝে সংস্থার মহিলা সদস্যারা।
অপর দিকে আজ রবীন্দ্রজয়ন্তী। কোনো উপায় নেই ঘটা করে পালিত হবে রবি ঠাকুরের জন্ম বার্ষিকী। তাই কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এর মাধ্যমে অসহায়, দুঃস্থ মানুষদের পাশে সাহায্যার্থে এগিয়ে এলো " হিয়ার মাঝে "। এদিন তারা পূর্ব বর্ধমানের 28 নং (আঠাশ )ওয়ার্ড এর বেলপুকুর এলাকায় 42 টি পরিবারের উদ্দেশ্যে চাল, ডাল, সর্ষের তেল, সয়াবিন, নুন, বিস্কুট, মুড়ি ও একটি করে সাবান বিতরণ করা হলো। অসহায় মানুষদের সাহায্য করতে পেরে খুশি উদ্যোগীরা।
No comments