মেছেদার ইসকনের পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: লকডাউন পরবর্তী সময় থেকে বিভিন্ন সংগঠন যখন মানুষের পাশে দাঁড়াচ্ছেন,ঠিক তখন মেছেদার ইসকন ও একই ভাবে সাধারন মানুষের কথা ভেবে কাজ করে চলেছেন।সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই খিঁচুড়ি প্রসাদের মাধ্যমে বিভিন্ন এলাকায় মানুষের কাছে তুলে দিচ্ছেন।তার পাশাপাশি মুড়ি ও বিস্কুট তুলে দিচ্ছেন ইস্কনের পক্ষ থেকে।ইসকনের পক্ষ থেকে জানানো হয়,পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সহায়তায় এবং ইসকনের ব্যবস্থাপনায় শহীদ মাতঙ্গীনি ও কোলাঘাট ব্লকের বেশকিছু এলাকায় বিশেষকরে রামতারক,চিত্রা,দাঁড়িয়ালা,
আকন্দী,মেছেদা,শ্রীকৃষ্ণপুর,পুনান,রামচন্দ্রপুর,বরদাবাড়,গোবিন্দচক সহ একাধিক এলাকায় মানুষকে প্রভুর প্রসাদের ব্যবস্থা করা হয়েছে,পাশাপাশি খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয়েছে।আগামীদিনও একই ভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাবে ইসকন।
No comments