লকডাউনের মধ্যে মারধোর ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পানিহাটির এক তৃণমূল কাউন্সিলর
সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড এর তৃণমূলের কাউন্সিলর জয়ন্ত দাস শুক্রবার রাতে সোদপুর ট্রাফিক মোড়ে দলবল নিয়ে পিয়ারলেস নগরের সিকিউরিটি গার্ডকে মারধর করে এমনটাই অভিযোগ। এছাড়াও একটি দোকানের আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, এমনটাই অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। আজ সকালে ওই কাউন্সিলরকে খরদহ থানার পুলিশ গ্রেপ্তার করতে গেলে এলাকার লোকজন বাধা দেয়। যদিও কিছু সময় পরে পুলিশ অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করে। এছাড়াও ঘটনায় জড়িত আরও কয়েকজনের খোঁজে এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে খরদহ থানার পুলিশ।
No comments