Recent comments

ads header

Breaking News

বিষ্ণুপুর ব্লকের শালাকাকি গ্রামে জাগরণী ট্রাস্টের উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ


কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের লায়েক বাধ গ্রাম পঞ্চায়েত অধীন শালাকাকি গ্রামে জাগরণী ট্রাস্টের পক্ষ থেকে একটি শাখা গঠিত হলো। এই শাখার প্রায় 20 জন সদস্য প্রায় 120 টি পরিবারের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলো রান্না করা খাবার বিতরণের মধ্যে দিয়ে।  এদিন তারা ভাত, ডাল, সবজি ঐ 120 জন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাবার তুলে দেন। সাথে সাথে যতদিন লকডাউন চলবে ততদিন স্থানীয় বাসিন্দাদের পাশে থাকার বার্তাও প্রদান করলেন। কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছে প্রতিটা দিন অসহায়, কর্মহীন মানুষরা।  সেইদিকে জাগরণী ট্রাস্টের এইরূপ উদ্যোগে উৎফুল্ল শালাকাকির বাসিন্দারা।

No comments