Breaking News

লকডাউন তো কি হয়েছে, প্রশাসনের নিয়ম মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই দুই দম্পতি

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: মারণ ভাইরাস করোনা প্রতিরোধে লাগাতারভাবে চলছে লকডাউন। যার জেরে বন্ধ সমস্ত ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানগুলি। সরকারের কঠোর নির্দেশ আছে কোনোভাবেই জমায়েত করা যাবে না। 
এই অভিশপ্ত লকডাউন এর জন্যেই ১৭ই  এপ্রিল ঠিক হয়ে যাওয়া বিবাহ বাস্তবে রূপ  পায়নি। 
অবশেষে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে, ছেলে এবং মেয়ে পক্ষের মিলিত সিদ্ধান্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো পূর্ব বর্ধমানের দুই যুগল। কিছু কেমন রীতি না মানলেই নয়, তাই বিবাহ সম্পন্ন হলো পূর্ব বর্ধমানের  সর্বমঙ্গলা মন্দিরের বাইরে, ধনেশ্বরী মন্দিরে। লকডাউন থাকায় বিবাহ সম্পন্ন হয় মাত্র ১৩-১৪ জন পরিবারের সদস্যদের মিলিত সহায়তায়।

No comments