পূর্ব বর্ধমানের গলসিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন:
পূর্ব বর্ধমান জেলার গলসির পুরসাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। আর এতে গলসি বিদ্যুৎ সহায়তা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুললেন মৃতের পরিবারের লোকজন। জানা যায় মৃত যুবকের নাম মনিরুল হাসান মল্লিক। বয়স আনুমানিক ২২ বছর। বাবা সাগর মল্লিক। মৃত ওই যুবক পেশায় এক লড়ি চালক। কাল সকালে মনিরুল গাড়ি নিয়ে বের হওয়ার সময় গাড়িতে চড়তে গেলে আচমকা বিদ্যুৎ পৃষ্ঠ হয়। দাঁড়িয়ে থাকা গাড়িতে লিক হওয়া কভার তার ঠেকে থাকায় সমগ্র লড়িটি বিদ্যুৎ হয়ে ছিল। খালি পায়ে হাতল ধরে গাড়িতে উঠতে গিয়েই ওই বিপত্তি ঘটে বলে জানা যায় ।
তবে গলসি বিদ্যুৎ সহায়তা কেন্দ্রের স্টেশন ম্যানেজার সুবীর বিশ্বাস বলেন, পুরসার ওই দুর্ঘটনা জন্য তিনি এলাকায় প্রতিনিধি পাঠিয়েছেন। কভার তারে এমন ঘটনা ঘটার কথা নয়। তবে কি করে ঘটল ওই দুর্ঘটনা তার তদন্ত করে তারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে । (কল্যাণ দত্ত )
No comments