Recent comments

ads header

Breaking News

বুনিয়াদপুরে মাস্ক না পড়ায় পুলিশের হাতে বিডিও র হেনস্থার অভিযোগ

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট ১৪ মে ; পুলিশের নাকা চেকিং চলার সময় মাস্ক না পড়ায়  পুলিশের হাতে  এক বিডিওর হেনস্থার ঘটনায় উত্তেজনা। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার  রাত্রে দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুর এলাকায়। ওই বিডিওর নাম শ্রীমান বন্দোপাধ্যায়। উনি জেলার হরিরামপুর ব্লকের বিডিও হিসেবে কর্মরত। অভিযোগ মাস্ক না পড়ার জন্য পুলিশের হেনস্থার মুখে পড়ে মেজাজ হারিয়ে ওই বিডিও নাকি পুলিশের গায়ে হাত দিয়েছেন। তবে পরে পুলিশের তরফে তাকে চিনতে না পারার জন্য পুরো ঘটনার জন্য দুখ প্রকাশ করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।

স্থানিও সুত্রে জানা গেছে লকডাউনের সময় সীমা শেষ হয়ে যাওয়ার পর প্রতিদিনের মত এদিন রাত্রে ও পুলিশের তরফে বুনিয়াদপুরে  ৫১২ নম্বর জাতীয় সড়কে লকডাউন চলার দরুন সামাজিক দুরত্ব বজায় রাখার ব্যাপারে  সক্রিয়তা বজায় রাখার জন্য স্বচেষ্ট হয়।পাশাপাশি নাকাচেকিং চালাচ্ছিল পুলিশ।স্থানিও সুত্রে জানা গেছে রাত নয়টা নাগাদ সেই সময় ওই জাতীয় সড়ক  দিয়ে  হরিরামপুরের বিডিও তার গাড়িতে যাচ্ছিলেন। পুলিশ তার গাড়ি আটকে কেন তিনি মাস্ক পড়েন নি এই কথা বলে লকডাউনের বিধি মানার ব্যাপারে তাকে কর্তব্যরত পুলিশ অফিসার বলেন। জাতীয় সড়কের বুনিয়াদপুর ত্রীকোন মোড়টি জনবহুল এলাকা।জনসমক্ষে  পুলিশের হেনেস্থার মুখে পড়ে এরপরেই গাড়ি থেকে রাস্তায় নেমে আসেন ওই বিডিও। স্থানিওদের অভিযোগ এরপরেই ওই বিডিও তার পরিচয় দিতে দিতে পুলিশের সাথে তর্ক জুড়ে দেন এবং পুলিশের গায়ে হাত দেন বলে অভিযোগ। এদিকে বিডিওর পরিচয় জানার পর পুলিশের অফিসাররা তাদের ভুল বুঝতে পেরে তার কাছে দুখ প্রকাশ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয় বলে জানা গেছে। যদিও ওই বিডিও পুলিশের গায়ে হাত দেওয়ার বিষয়টি অস্বিকার করেছেন।

No comments