তমলুক ব্লকের শালিকা দামোদরপুর গ্রামে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: শুক্রবার সকালে তমলুক ব্লকের শালিকা দামোদরপুর গ্রামে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন (BJMTU) পক্ষ থেকে এলাকার দুঃস্থ মানুষদের হাতে তুলেদেওয়া হয় খাদ্যসামগ্রী।এদিন দুটি অনুষ্ঠানের মাধ্যমে ১০০ জনকে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।এদিনের খাদ্যসামগ্রী তুলে দেন বি জে এম টি ইউ নেতা কাজল আলি।
No comments