Recent comments

ads header

Breaking News

তমলুক থানার রামতারকে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট্রের পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ তমলুক থানার রামতারকে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাম্ভন ট্রাস্ট্রের পক্ষ থেকে এলাকার ১০০ দুঃস্থ হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বি মানুষদের হাতে তুলে দেওয়া খাদ্যসামগ্রী,বস্ত্র ও ফলমূল।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাম্ভনট্রাস্ট্রের রাজ্যসম্পাদক শ্রীধর মিশ্র।এদিন আসন্ন রমজান উপলক্ষে মুসলিম ইমামদের যেমন খাদ্যদ্রব্য ও বস্ত্র তুলে দেওয়া হয় তেমনি ব্রাম্ভনদের ফলমূল ও খাদ্যসামগ্রী ও বস্ত্র তুলে দেওয়া হয়।এগুলি তুলে দেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।তবে এই অনুষ্ঠান প্রসঙ্গে শ্রীধর বাবু জানান,লকডাউন পরবর্তী সময় থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলছে ব্রাম্ভন ট্রাস্ট।বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আপ্রান চেষ্টা করা হয়েছে।আগামীদিনও মানুষের পাশে তারা থাকবে বলে জানান রাজ্য সম্পাদক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাম্ভনট্রাস্ট্রের স্রস্টা শ্রীধর মিশ্র।

No comments