Recent comments

ads header

Breaking News

মহামারীর চরম দুঃসময়ে কিছুটা আশার আলো দেখাচ্ছে পাঁশকুড়ার বরোমা করোনা হাসপাতাল

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলার আরো ৩ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে আজ বাড়ি গেলেন। এই ৩ জন রোগী পূর্ব মেদিনীপুর বড়মা Covid হসপিটালে ভর্তি ছিলেন।

যে ৩ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে আজ বাড়ি যাচ্ছেন তাদের সকলের নাম গুলো নিচে দেওয়া হলো👇👇
১) টুম্পা হাইতি (হলদিয়া)
২) কৃষ্ণেন্দু হাইতি (হলদিয়া)
৩) সুরজিৎ হাইতি (হলদিয়া)
মোট ৩৩ জন করোনা রোগী এই হাসপাতাল থেকে সুস্থ্যহয়ে বাড়ি ফিরলেন।পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র করোনা পজেটিভ চিকিৎসা কেন্দ্র এই পাঁশকুড়ার বড়োমা করোনা হাসপাতাল।দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলার করোনা পজেটিভ রোগীদের এখানেই চিকিৎসা চলছে।সম্প্রতি করোনার উন্নতমানের চিকিৎসার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু(WHO) এর সদস্যরা পর্যবেক্ষনে এসেছিলেন।এখনো পর্যন্ত কোন করোনা রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি বরং দ্রুত সুস্থ্যহয়ে বাড়িফিরে গেছেন আজ পর্যন্ত ৩৩ জন করোনা আক্রান্ত রোগী।ফলে জেলা বা রাজ্যবাসীর কাছে এই মহামারীর চরম দুঃসময়ে কিছুটা আশার আলো দেখাচ্ছে পাঁশকুড়ার বরোমা করোনা হাসপাতাল।

No comments