তদন্ত করতে গিয়ে হাবড়ায় আক্রান্ত ২ পুলিশ কর্মী
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
রাজ্যে ফের একবার আক্রান্ত পুলিশকর্মী। ঘটনাস্থল এবার উত্তর ২৪ পরগনা হাবরা থানার কৈইপুকুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, হাবরা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিত রায় তিনি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করেন, হাবরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। এরপরই তদন্তে নামে হাবড়া থানার এসআই রাখে হরি ঘোষ। শুক্রবার রাতে যখন হাবরা কৈপুকুর এলাকায় অমিত রায়ের বাড়ি তদন্তে যান তখন পরিবারের লোকেদের সঙ্গে ঝামেলার সৃষ্টি হয়। এরপর অমিতের বাবা অমর রায় ও এসআই রাখে হরি ঘোষের উপর চড়াও হন। পেছন থেকে লোহার রড দিয়ে মাথায় বাড়ি মারেন অমিত রায়। আক্রান্ত এসআইও কে বাঁচাতে গিয়ে জখম হয় আরো এক কনস্টেবল। এরপর হাবরা হাসপাতালে চিকিৎসা করা হয় আক্রান্ত দুজনকে। শুক্রবার রাতেই হাবরা থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে গ্রেফতার করে অভিযুক্ত অমিত রায় ও অমর রায়কে। ধৃতদের শনিবার বারাসাত আদালতে পাঠানো হবে।
No comments