বসিরহাটে পোল্ট্রি ব্যবসায়ীকে গুলি করে খুন
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
বসিরহাট মহকুমার বসিরহাট থানা ১৪ নম্বর ওয়ার্ডের চাঁপাপুকুর রোড- কলেজ পাড়ার ঘটনা। বছর ২৭ এর শুভঙ্কর দাস পোল্ট্রি ব্যবসায়ী। আজ শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ দোকান খুলে বসতেই 2 জন দুষ্কৃতী মোটরসাইকেলে করে আসে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দোকানে ।পোল্ট্রি দোকানে আসলে শুভঙ্করের সঙ্গে বচসা শুরু হয় ।পকেট থেকে রিভলবার বের করে গুলি করে দেয় বলে অভিযোগ। এর পিছনে পুরনো শত্রুতার জেরে খুন মনে করছে পুলিশ ।কারণ শুভঙ্করের পুরনো রেকর্ড খারাপ আছে বলে পুলিশ সূত্রে খবর। শুভঙ্কর এর বিরুদ্ধে এলাকায় অসামাজিক কাজের ঘটনা আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। সমাজ বিরোধী সঙ্গে মেলামেশা ছিল বলে স্থানীয় সূত্রে খবর। জানায় গুলি করে খুন করেছে শুভঙ্করের খুব কাছের পরিচিত বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। বসিরহাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকা থমথমে সাতসকালে খুন হওয়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে
No comments