Recent comments

ads header

Breaking News

খন্ডঘোষে আটকে পড়া ইটভাটার শ্রমিকদের নিজেদের বাড়ি ফেরানো হল প্রশাসনের উদ্যোগে

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে অবস্থিত একটি ইট ভাটা। ওই ইটভাটায় কাজ করতো প্রায় ৩০০রও বেশি শ্রমিক। দেশ জুড়ে লকডাউন জারি হওয়ার ফলে এই শ্রমিকরা আটকে পড়ে। বাইরের রাজ্যের বেশ কিছু আটকে পরা শ্রমিক এবং পড়ুয়ারারা  বাড়ি ফিরে এসেছে সরকারের প্রচেষ্টায়। এবার খন্ডঘোষ ইটভাটায় আটকে পরা শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যাবস্থা করলো স্থানীয় তৃণমূল নেতৃত্ব।  নির্দিষ্ট দূরত্ব মেনে থার্মাল টেস্ট করিয়ে বাড়ি ফেরানো হবে তাদেরকে। উপস্থিত ছিলেন খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন বাগ, বর্ধমান জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম সহ অন্যান্যরা।

No comments