Recent comments

ads header

Breaking News

রাজস্থানের কোটা থেকে বাসে করে ফিরল উওরবঙ্গের ৭৮২ জন পড়ুয়া

বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন: 
বাংলার বহু ছাত্রাছাত্রী বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাজস্থানের  কোটার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রাবাসে থেকে পড়াশুনা করে। কিন্তু লকডাউনের জন্য তাঁরা সেখানেই আটকে পড়ে। এবং তাদের ফিরিয়ে আনতে ওই পড়ুয়াদের অভিভাবকরা পর্যটনমন্ত্রী গৌতম দেবের আছে আবেদন করেন। এর পরেই ওই ছাত্রছাত্রীদের ফিরেয়ে আনতে উদ্যোগ নেয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং এদিন তাদের বাসে করে ফিরিয়ে আনা হয়। সব মিলিয়ে রাজ্যের প্রায় ২৫০০ পড়ুয়া কোটায় ছিল। এবং ৭৮২ জন উত্তরবঙ্গের পড়ুয়া। তাদের আনা হচ্ছে ২৭টি বাসে শিলিগুড়ি কাওয়াখালির মাঠে। এরপর সেখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বাসে তাদের তোলা হবে। তার জন্য রাখা আছে প্রচুর বাস। তবে বাসে ওঠার আগেই তাদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কলকাতাতেও পরীক্ষা করা হবে। এরপর তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এত পড়ুয়াকে আনতে গররাজি ছিল রাজ্য। শেষে নানা জায়গা থেকে দাবি উঠতে থাকে। এরপরেই তাদের ফিরিয়ে আনা হয়।

No comments