Recent comments

ads header

Breaking News

ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল

বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন: 
শুক্রবার শিলিগুড়ি মহকুমার বিভিন্ন এলাকা পরিদর্শন করল কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন রানিডাঙ্গা থেকে বের হয়ে প্রথমে যান বিহার বাংলা সীমান্তের গলগলিয়ায়। এবং সেখানে গোটা এলাকা পরিদর্শন করেন। এরপর চলে যান খড়িবাড়ির বাতাসি আইটি কলেজের কোয়ারান্টাই সেন্টারে। এবং সেখান থেকে সোজা চলে যায় ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে। এবং সেখানে গোটা এলাকার ঘুরে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এর পাশাপাশি এসএসবি কর্তাদের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য বিনীত যোশী বলেন যে কেন্দ্র সরকার গাইড লাইন মেনেই তালিকা তৈরি করেছে। এবং এডিসোনাল কাইটেরিয়া থাকার জন্য দার্জিলিং জেলাকে রেড জোন ঘোষনা করা হয়েছে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে আমাদের প্রয়োজনে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ি কিন্তু সেই চিঠির কোন উত্তর এখনও পর্যন্ত পাইনি। এবং কেন্দ্রীয় প্রতিনিধি দলকে কোন সাহায্য করছে না বলে ক্ষোভ প্রকাশ করেন। এরপর সেখানে থেকে রানিডাঙ্গার উদ্দেশ্যে চলে যান।

No comments