Recent comments

ads header

Breaking News

রেশন দুর্নীতি তে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার সিদ্ধা এলাকা

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: 
কোলাঘাট ব্লকের সিদ্ধা গ্রামে এক রেশন দোকানদারের বিরুদ্ধে জিনিসপত্র ওজন এ কম দেওয়ার অভিযোগ।আর এই অভিযোগে সকাল থেকেই সিদ্ধা বাজার এলাকা চত্বরে রীতিমতোই উত্তেজনার পরিবেশ নেয়। রেশন গ্রাহকদের অভিযোগ, বর্তমান লকডাউনের কারনে সরকারের তরফ থেকে যে অতিরিক্ত চাল ও রেশনদ্রব্য দেওয়া শুরু হয়েছে,তা বিলিবন্টনে অভিযুক্ত ঐ রেশন ডিলার ওজনে বেশ কয়েক কিলো পর্যন্ত কম দিচ্ছেন। কাউকে কাউকে নতুন কার্ড এ রেশন ও দেওয়া হচ্ছে না, নরমাল রেশন এও কম পরিমাণ  দিচ্ছে  রেশন ও আর এই অভিযোগেই সকাল থেকে রীতিমতো উত্তেজনা ছড়ায় সিদ্ধাবাজার চত্বরে। এরপর দুপুর নাগাদ পরিস্থিতি এতটাই উত্তাপ ছড়ায় যে,ঘটনাস্থলে ছুটে আসেন কোলাঘাট ব্লকের বিডিও মদন মোহন মন্ডল,পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি সহ পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী( এলাকাটি কোলাঘাট ব্লক,কিন্তু থানা পাঁশকুড়া)। এলাকাবাসি দের একজন রেশন ডিলার এর হয়ে সাফাই দেওয়ায় তাকেও মারধর করার চেষ্টা করে উত্তেজিত জনতা। ওই ব্যক্তিকে পুলিশের গাড়িতে তোলার পর পুলিশের গাড়ির দরজা খুলে চলে মারধোর। কোনো ভাবে গ্রাম বাসীদের বুঝিয়ে পরে ওই বেক্তি কে ছেড়ে দেওয়া হয়। অবশেষে বিডিও সবার সাথে কথা বলে ওই ডিলার এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

No comments