আমফানের দাপটে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আমফানের দাপটে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্নপ্রান্ত একেবারেই লন্ডভন্ড অবস্থা।গাছপালা থেকে শুরু করে বাড়িঘর অসংখ্য ক্ষতির খবর মিলছে।বাড়ির ওপর পড়েছে গাছ আবার কোথাও রাস্তার ওপর পড়েরয়েছে গাছ।ফলে কোথাও প্রশাসনের লোক আবার কোথাও গ্রামবাসীরা নিজেরাই গাতলাগিয়েছে গাছকাটার কাজে।বহু ইলিকট্রিক পোষ্ট উপড়ে পড়েছে ঝড়ের প্রকোপে।তবে গতকাল ভূপতিনগর থানার ইটাবেড়িয়াতে এক মহিলার মৃত্যু হয়েছে ঝড়ে গাছ পড়ে।জেলার কোলাঘাট,পাঁশকুড়া,তমলুক,রামনগর,হলদিয়া,ভগবানপুর,ময়না সহ জেলার বিভিন্ন প্রান্তে ছবিটা একই।তবে ঝড়ের প্রকপে কোলাঘাটের পয়াগ গ্রামের একব্যক্তির ঘরের চাল গাছে ঝুলে রয়েছে।আবার বাড়ির ওপর পড়েরয়েছে গাছ।বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন।দীঘা সহ সমুদ্র তীরবর্তী এলাকায় বহু বাড়ি, গাছপালা উপড়ে পড়েছে।পাঁশকুড়া, রামনগর সহ একাধিক ত্রান শিবিরে প্রশাসনের উদ্যোগে আশ্রয় নিয়েছিলো মানুষ।সবমিলিয়ে ক্ষতির পরিমান ব্যপক।চলছে ক্ষতির বিষয়ে পর্যালোচনা।বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।বৃষ্টি সকালে না থাকলেও মানুষের মনে গতকালকের আমফানের আতঙ্ক এখনো চোখেমুখে।
No comments