১১ বছরের জন্মদিনে তমাল দত্ত, পালন করলেন দুস্থ অসহায় মানুষদের সঙ্গে
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
বারাসাত পূর্ব পাড়ার বাসিন্দা মিঠু দত্ত একমাত্র পুত্র তমাল দত্ত। মঙ্গলবার ১১ তম জন্মদিন পালন করলেন গত কয়েক বছরের তুলনায় এবছর একটু অন্যভাবে। এবছর করোনা পরিস্থিতিতে পাড়ার বসবাসকারী দুস্থদের সহযোগিতার মাধ্যমে পালিত হলো এই দিনটি। ক্লাস ফাইভে পড়া ছাত্র তমাল দত্ত খবর শুনে যে লকডাউন এর ফলে অনেক মানুষ খেতে পারছে না তার ফলেই 2 বছরের ঘটে জমানো সব টাকা বাবার হাতে তুলে দেন এবং বাবার প্রচেষ্টায় সেটি সার্থক হয়। আজ 250 জন প্রতিবেশীর বাড়িতে পৌঁছে দেওয়া হয় খাবার।
No comments